সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইউসুফ (৫৫ ) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেলে গাড়িযোগে মধ্যাঞ্চলীয় আল কাছিম শহর থেকে দুবাদমি শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ ফেনীর ফুলগাজী উপজেলার পূর্ব দরবারপুর গ্রামের মজুমদার বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে।
নিহত ইউসুফের দুই ছেলে রয়েছে। পাসপোর্টে তার নাম ছিল জাকির সর্দার। তিনি রিয়াদের একটি কোম্পানিতে কাজ করতেন। এ ঘটনায় আহত অপর বাংলাদেশির নাম মাসুম। তার বাড়ি গাজীপুরে। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৮/হিমেল