মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাহরাইনস্থ বঙ্গবন্ধু পরিষদ।
বৃহস্পতিবার রাতে স্থানীয় মানামা ফুড সিটি রেষ্টুরেন্টে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আহাম্মদ সানির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু, প্রধান বক্তা ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর,বিশেষ অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা রজব আলী,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কায়েস আহম্মদ,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক মানিক হাসান মিলু।
এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি শ্রীবাসু,প্রদীপ,মোয়াজ্জেম হোসেন,মোঃ হাবিবুর রহমান,কাজী হুমায়ূন,রোকন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন প্রমূখ।
প্রধান অতিথি বলেন বাংলার জমিনে কোন যুদ্ধাপরাধী,জঙ্গিবাদ ও ষড়যন্ত্রকারীর স্থান নেই।দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।আগামী ২০২১ ও ২০৪১ সালের মিশন সফল করতে সবাইকে সজাগ দৃষ্টির আহবান জানান প্রধান অতিথি।
বিডিপ্রতিদিন/ ই-জাহান