প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে অন্যতম মর্যাদার আসনে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম।
তিনি বলেন, দেশকে বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, দৃশ্যমান পদ্মা সেতু, মেট্রো রেলসহ বেশ কিছু বড় বাজেটের প্রকল্প হাতে নিয়েছেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রান্স শাখা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শত্রুরা খোলস পাল্টিয়ে বাংলাদেশকে বারবার পিছনে নেওয়ার ষড়যন্ত্রে এখনও সক্রিয় রয়েছে। তাই ঐক্যবদ্ধ থেকে এই শক্তিকে আমাদের প্রতিহত করতে হবে।
বেনজির আহমেদ সেলিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্রান্স প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহম্মদ, সিনিয়র সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম,এ,কাশেম, সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মো. সাহেদ আলী, শাহজাহান রহমান, শেখ শাহজাহান সারু উপদেষ্টা সদস্য মিজান চৌধুরী মিন্টু, হোসাইন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা চৌধুরী, এমদাদুল হক স্বপন, ফয়সল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু, প্রচার সম্পাদক আমিন খান হাজারী, দফতর সম্পাদক আসসাদুজ্জামান সুমন, তারিকুল ইসলাম, নাছির আহমেদ, আব্দুল্লাহ আল তায়েফ, আলী আক্কাস, সাইদুর রহমান সায়েদ, সাইফুল ইসলাম দুলাল, ইকবাল হোসেন সুমন, তপন চন্দ্র সাহা, মায়ারুল আলম মাজেদ, লাবু, আশরাফুর রহমান আশরাফ, সেলিম আল দ্বীন, হাবিবুর রহমান হাবিব, তাজ আহম্মদ প্রমুখ।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৮/আরাফাত