আবারও নতুন ঠিকানায় যাচ্ছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে স্থানীয় সময় শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী ৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে নতুন ঠিকানা লট নম্বর ৯ ও ১০, জালান সুলতান ইয়াহিয়া পেত্রা, (মিনারা সেলকমের পাশে)৫৪১০০ কুয়ালালামপুর এই নতুন ঠিকানায় বাংলাদেশ দূতাবাসের দাপ্তরিক কার্যক্রম যথারীতি শুরু হবে।
একই সঙ্গে জালান বেসার, আমপাংয়ে (আম্পাং এলআরটির পাশে) চলমান পাসপোর্ট সেবা যথারীতি অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ, ২০১৮/মাহবুব