২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিঙ্গাপুর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় সিঙ্গাপুর রিভারওয়াল ট্যান্ডউইক রেষ্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সিঙ্গাপুর শাখার নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা তন্ময়র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট আল মামুন। এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, সিঙ্গাপুর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল-আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামী লীগ সহ-সভাপতি মো: জাকির হোসেন, সহ-সভাপতি আলেক খান, সহ-সভাপতি সুমন ভূইয়া, সহ-সভাপতি তুহিন বেপারি ও আব্দুল মালেক হিরা প্রমূখ। এছাড়াও সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাক আহামেদ ও যুবলীগ নেতা মোঃ আল আমিনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিঙ্গাপুর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৮/হিমেল