মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিভিন্ন সংস্থার প্রধান, সাংবাদিক এবং ইতালী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কেক কেটেছে বাংলাদেশ দূতাবাস ইতালী।
রোমের হোটেল মেরিয়েটে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আঃ সোবহান সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইতালী পররাষ্ট্র-দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর গ্লোবাল এফেয়ার্স মিনিষ্টার উগো আসতুত। ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ড এফ অঙ্গো,রাজনৈতিক দল পিডির আন্তজার্তিক সম্পাদক উগো পাপী সহ চিন, জাপান , কোরিয়া , শ্রীলঙ্কা, বেলজিয়াম সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র ও ভারত দূতাবাসের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।
মিনিষ্টার উগো আসতুত তার বক্তব্যে বলেন, বিগত দিনে যেমনি বাংলাদেশের সাথে সুসম্পর্ক ছিল আগামীতেও মিলেমিশে কাজ করব। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদার মনের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সাথে আরো বেশী পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে। এ সময় আরো উপস্থিত ছিলেন দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মানস মিত্র, কাউন্সিলর রফিকুল আলম, ইরিন ইসলাম জুলি, আরফানুল হক, শেখ সালেহ আহমেদ সহ আরো অনেকে। অতিথিদের মাঝে দেশীয় খাবার পরিবেশন করা হয়। এবং সাংস্কৃতিক পর্বে দেশীয় নৃত্য পরিবেশন করে ক্ষুদে শিল্পীরা।
বিডিপ্রতিদিন/ ই-জাহান