দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় উদযাপিত হল বাংলাদেশের ৪৮ তম স্বাধীনতা ও জাতীয় দিবস। স্থানীয় সময় শনিবার আনুষ্ঠানিকতা ও আনন্দ আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করেছেন কম্বোডিয়া প্রবাসী বাংলাদেশিরা।
স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কম্বোডিয়ার রাজধানী নমপেনের ন্যাশনাল অলিম্বিক কমিটি অব কম্বোডিয়া এনওসিসি মিলনায়তন পরিণত হয় লাল সবুজের মিলন মেলায়। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা আনন্দ আয়োজনের সূচনা হয় বাংলাদেশ ও কম্বোডিয়ার জাতীয় সংগীত সমবেতভাবে পরিবেশনের মাধ্যমে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রব্ধা জানানোর অংশ হিসেবে বাজানো হয় ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। প্রবাসী শিরিন উদ্দিন ও তার দল পরিবেশন করেন স্বাধীনতার গান। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে কবিতা আবৃত্তি করেন প্রবাসী এম এইচ কবির, খায়রুল হাফিজ, সরদার আহমেদ। শিশুদের জন্য আয়োজন করা হয় স্বাধীনতা বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের গান-নাচে আনন্দমুখর হয়ে ওঠা পরিবেশকে আরো রাঙ্গাতে ছিল শিশুদের মার্বেল ও বড়দের জন্য বিষের বালিশ এবং র্যাফেল ড্র’র আয়োজন। পরে রাতে খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
কম্বোডিয়ার সাপ্তাহিক কর্মজীবন ও প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে শনিবার সন্ধ্যায় দিবসটি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে কম্বোডিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কমার্স অব কম্বোডিয়া (বিসিসি) । অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক ছিল বাংলাদেশি ওষুধ ব্যবসায়ী এম এইচ কবিরের ব্যবসা প্রতিষ্ঠান বিদেশ ট্রেডিং কোম্পানি লিমিটেড ও বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ী খায়ের মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান মিলিনা ফ্যাশন লিমিটেড।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সৈয়দ সরদার আহমেদ এবং সমাপনী বক্তব্য দেন আখতারুজ্জামান শানু। সার্বিক ব্যবস্খাপনায় ছিলেন এমএইচ কবির ও খায়ের মিয়া।
বিডি প্রতিদিন/এ মজুমদার