নরওয়ে আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে মহান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া পরিচালনা করা হয়।
নরওয়ে আওয়ামী লীগের সভাপতি আর. এ. মজুমদারের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মুস্তাফিজুর আর. খান ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং লেখক খোরশেদ আহমেদ। বক্তব্যে তিনি স্বাধীনতা সংগ্রামের কিছু ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেন।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অসলো ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের প্রফেসর অসীম কুমার দত্ত রায়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন নরওয়ের সভাপতি মাকসুদ মোকন, আন্তর্জাতিক এবং আই. টি সম্পাদক সাইফ শামস, সহসভাপতি মুহাম্মদ মাসুম, রূপজ চৌধুরী এবং বিশিষ্ট লেখক জনাব নির্মল ব্রম্মচারী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপক চৌধুরী, ইকবাল হোসেন, আনিসুর রহমান, মিনহাজ সরকার, লাল মুহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকার বনানীতে অগ্নিকাণ্ডে নিহতদের জন্য দোয়া কামনা করা হয়। সবশেষে রেস্টুরেন্টের তৈরি খাবার পরিবেশন করা হয়।
নরওয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম