বেলজিয়ামে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বেলজিয়াম আওয়ামী লীগ। এতে সভাপত্বিত করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ সহিদুল হক এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান সোহেল।
প্রধান অতিথি ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাদাত হোসেন। বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, উপদেষ্টা ড. ফারুক মির্জ, সিনিয়র সহ সভাপতি বাবু বিধান দেব, সহ সভাপতি তালুকদার ফয়সাল আজাদ, সহ সভাপতি বাবু নিরঞ্জন রায়, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশ এর বেলজিয়াম শাখার সভাপতি কৌশিক আহামেদ হিমু।
দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদিকা সাহানা আক্তার বিউটি। এছাড়াও উপস্থিত ছিলেন মর্তুজা রানা, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাবের (বিবিএফসির) সভাপতি রত্না খান তমা, সাধারণ সম্পাদক নীলা নূসরাত, সহ সভাপতি দিলরুবা বেগম মিলি প্রমুখ।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৯/মাহবুব