টরন্টোয় স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যয়ের প্রধান কার্যলয়ে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে টরন্টোর বিশিষ্ট সুধীজনেরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের পর প্রত্যয়ের সাধারণ সম্পাদক কামরু ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম বনি'র উপস্থাপনায় মূল অনুষ্ঠান শুরু হয়। সাংষ্কৃতিক সম্পাদক মৌ বেগম সার্বিক তত্ত্বাবধায়ন করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রত্যয় উপদেষ্টা ইঞ্জিনিয়ার নিয়াজ খান, ব্যারিষ্টার ওমর জাহিদ আল হাসান, বিশিষ্ট সংগঠক আব্দুল হামিদ, ফয়জুল করিম, সাংবাদিক বাবলু চৌধুরী।
অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন প্রত্যয়ের নিয়মিত সদস্য আজিজা ফারুক, হুসনে আরা মনি, রাজিয়া চৌধুরী লিপি, কামনা ইসলাম, মৌ বেগম, তাজুল ইসলাম বনি, দেওয়ান হক ও কামরু ভূঁইয়া। মনোমুদ্ধকর কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট লেখিকা ও কবি মৌ মধুমন্তী, শাহীন পারভিন ও অটোয়া থেকে আগত কবি সুলতানা শিরিন সাজি।
সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অনুষ্ঠানে গানে-গানে ও নাচে মাতিয়ে রাখেন স্বনামধন্য শিল্পী মুন্নী ও আফজাল সোবহানী দম্পতি, ওমর ও আজিজা ফারুক দম্পতি, শিশু শিল্পী অভিরাজ, অংকিতা, বিনীতা ও তাদের বাবা বিপ্লব কর্মকার, রবার্ট বৌদ্ধ দা, উদীচি ও লালন খ্যাত হাসমাত চৌধুরী জুঁই ও টরোন্টোর গুরু খ্যাত লিটন আলম। অনুষ্ঠানে তবলায় ছিলেন ভানু গোমেজ ও বাংলার ঢোলে ছিলেন রবার্ট দা।
বিডি প্রতিদিন/হিমেল