বাংলাদেশের ৪৮ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার দোহার স্থানীয় একটি হোটেলে সংগঠনের সভাপতি শফিকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জসিম উদ্দিন দুলাল। যৌথ পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম খান। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বদরুল আলম, উপদেষ্টা সৈয়দ আনা মিয়া, এনামুজ্জান, হাসিবুর রহমান,
শেখ মোহাম্মদ আহাদ, মিজানুর রহমান, আব্দুল রহমান, আব্দুল ওদুদ, মাহফুজুর রহমান,তৌফিক চৌধুরী, দেলোয়ার হোসেন প্রধান, নূরুন্নবী,হারুন মোল্লা, রবিউল হাসান, সেলিম আজাদ, উবাইদুল সবুজ, রাসেল আহমেদ, মোঃশাহজাহান, আমান উল্লাহ আমানসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দরা।
পরে বনানীতে অগ্নিকাণ্ড ও নিউজিল্যান্ডের মসজিদে হামলায় নিহতদের স্মরণে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল