মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাব। রাজধানী ভিয়েনার রেইনবো সুপার শপের হল রুমে এই অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর সালাউদ্দিন তরুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আবিদু হোসেন খান তপন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সর্বইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, প্রতিষ্টাতা সদস্য নাসরিন নাহিদ, সহসভাপতি শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিসুজ্জামান, তরুণ রাজনীতিক অস্ট্রিয়া ইউথ পিপলাস পার্টির জেলা প্রসিডেন্ট এবং কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার সভাপতি খন্দকার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল কবির অস্ট্রিয়া বাংলাদেশ কালচালার একাডেমির প্রেসিডেন্ট মিসেস জান্নাতুল ফরহাদ, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাধারন সম্পাদক সালমান কবির সোহাগ, ভিয়েনা বাংলা ক্লাবের সভাপতি শাহীনুর ভুইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইদুল ইসলাম মিয়া, সাধারন সম্পাদক তাকি নাজিব, বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার সভাপতি রবিন মোহাম্মদসহ প্রবাসী বাংলাদেশীগণ। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং ভিয়েনাস্থ বাংলাদেশী তরুন প্রজন্মের নিকট স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান।
আলোচনা সভা শেষে অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল একাডেমীর সৌজন্যে এক মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার