চলতি বছরে দেশের সাথে মিল রেখে সৌদি আরবেও এক যোগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। রিয়াদ এবং জেদ্দার দু’টি কেন্দ্র থেকে এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন ১০৪ জন শিক্ষার্থী।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্থ সৌদি আরবের রিয়াদ থেকে অংশ নিয়েছেন ৪৭ জন। যার মধ্যে ২৩জন ছাত্র এবং ছাত্রীর ২৪জন। এছাড়াও জেদ্দা থেকে ৫৭জন এর মধ্যে ছাত্র ৩৪ জন ও ছাত্রী ২৩ জন।
প্রথম দিন জেদ্দা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন ও শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম এবং রিয়াদ কেন্দ্র পরিদর্শন করেন দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) শফিকুল ইসলাম।
সোমবার সকাল ১০টা থেকে দেশব্যাপী এ পরীক্ষা শুরু হয়, চলে দুপুর ১টা পর্যন্ত। আজ প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন