বাংলাদেশের ৪৮ তম স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাংলা বাজার হলে গত ৩০ মার্চ বিকেলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অষ্ট্রিয়া আওয়ামী যুবলীগের উদ্দোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের আহবায়ক ইয়াসিম মিয়া বাবু ও পরিচালনা করেন সদস্য সচিব সাইদ শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, মুক্তিযোদ্ধা সংসদ অষ্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম, অষ্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরুজ প্রমুখ।
প্রথমেই বাঙালির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ এযাবত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। তারপর জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এম. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন,‘বঙ্গবন্ধু আমাদেরকে বাংলাদেশ দিয়ে গেছেন। আর জননেত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজটি সাফল্যের সঙ্গে করে যাচ্ছেন। আজ বিশ্বের দেশে দেশে শেখ হাসিনা সরকারের সাফল্যের কথা শোনা যাচ্ছে।'
খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, বিএনপি-জামায়াতের কোন ষড়যন্ত্র কাজ হবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। বায়েজিদ মীর বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করে সরকারের সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। আ স ম আব্দুর রহিম বলেন, সরকারের সাফল্যের ধারা অব্যাহত রেখে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব।
বিপুল সংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আবুল কালাম, প্রবাসী শিল্পী পূর্ণা, প্রজ্ঞা, প্রভা, মুন, বাবু, ফারজানা, যারা প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, পূর্ণা। তবলায় ছিলেন, বিশ্বজিদ, মিউজিকে ছিলেন, মি. অনান্দ। নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর