মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা ও আশুরা ছাড়া অন্য কোন উৎসব জাঁকজমকভাবে পালন আরব দেশগুলোতে সচরাচর চোখে পড়ে না। তবে ব্যতিক্রম বাংলাদেশিরা। ধর্মের প্রত্যেকটি উৎসবই পালন করেন গুরুত্বের সাথে।
বিশ্বব্যাপী পালিত হয় মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে মেরাজ। তারই অংশ হিসেবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাহরাইনেও পালিত হয়েছে এ উৎসব। এ উপলক্ষে এক দোয়া ও মাহফিলের আয়োজন করেন বাহরাইনে বাংলাদেশি বৃহত্তম ইসলামী সংগঠন তালিমুল কোরআন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বাদ এশা (সাড়ে ৮ টায়) স্থানীয় মানামায় বাঙালি অধ্যূসিত (বাঙালি গলি) নামক এলাকায় ইয়েমেনী মসজিদে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের মানামা উত্তর শাখার সভাপতি ইমন হোসেনের উপস্থাপনায় ও মনির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির আলোচনায় ছিলেন তালিমুল কোরআনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মহাব্বত হোসেন বাচ্চু।
এছাড়া উপস্থিত ছিলেন মানামা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক হায়াতুন নবী, নোমান, আব্দুল হান্নান, ইসহাকসহ সংগঠনের সকল ব্যক্তিবর্গ ও ধর্মপ্রিয় অসংখ্য মুসলমান।
বিডি প্রতিদিন/হিমেল