ইতালির রোমে নারী সংগঠন তুসকোলনা নারী সংস্থার প্রথম বর্ষপূর্তিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কেটে উদযাপন করা হয়।
রোমের তুসকোলনায় একটি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মেরিন খান।
সাধারণ সম্পাদক সোনিয়া রহমান এবং রুবাইয়াত ইসলাম রীতির যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, ইতালি বাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন, বাংলাদেশ সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, তুসকোলনা সমাজ কল্যাণ সমিতির সভাপতি জাহিদ হাসান খোকন, মহিলা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামীমাজ্জামান রুনু, মহিলা সংস্থার সভাপতি শান্তা সিকদার, সিনিয়র সহ-সভাপতি জেসমিন সুলতানা মিরা।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুমা আক্তার, উপদেষ্টা রিতা মুরাদ, সহ-সভাপতি বিউটি আক্তার, ডলি আক্তার, মাফিয়া আক্তার সাথী আরও বক্তব্য রাখেন মুনিয়া ইসলাম, ফারহানা সিদ্দিীক, লিয়া হোসাইন, নুরুন্নানাহার, মোসুমি মৃধাসহ আরও অনেকে।
ইতালি বাংলা প্রেস ক্লাব, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি, তুসকোলনা সমাজ কল্যাণ সমিতি ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারী সংস্থার নেতৃবৃন্দকে।
বিডি প্রতিদিন/কালাম