কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ'র সাথে মতবিনিবয় সভা করেছে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতার। শুরুতেই ফুল দিয়ে রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। রাষ্ট্রদূতের সঙ্গে যোগ দেন প্রথম সচিব মোঃ মাহবুর রহমান।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের নবনির্বাচিত সভাপতি গোলাম সরোয়ার মিশু, সাধারণ সম্পাদক বাবুল গাজী , সাংগঠনিক সম্পাদক ওবায়েদুর রহমান, সাবেক সভাপতি ইকবাল হোসেন রনি, যুগ্ন সম্পাদক ই এম আকাশ ,প্রধান উপদেষ্ঠা সবুজ মিয়া, উপদেষ্ঠা মাসুদ রানা, মোহাম্মদ এনাম, সিনিয়র সহ সভাপতি এস এম লিটন, সহ সভাপতি রেজোয়ান বিশাস, অর্থ সম্পাদক মোজাম্মেল হোসেন সোহাগ ,সদস্য মোঃ জসিম উদ্দিন ,মানিক চৌধুরী।
এ সময় রাষ্ট্রদূতের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে বর্তমান পরিস্থিতি ধরপাকড় নিয়ে কথা হয়। প্রবাসী বাংলাদেশীদের আতঙ্কিত না হয়ে বৈধ কাগজপত্র (কাতারি আইডি)সঙ্গে নিয়ে চলাচল করার অনুরোধ জানান। তিনি বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব ভূয়োসি প্রশংসা করে বলেন। বর্তমান সময়ে তরুণরা বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরছে তাই মধ্যপ্রাচ্যের এই দেশে বাংলাদেশের সুনাম তুলে ধরার আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর