জাপানের কানসাই এলাকায় এই প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই উপলক্ষে গত ৫ মে ওসাকা সুরুহাসিতে অবস্থিত মমো ক্যাফে এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
কানসাই আওয়ামী লীগের এই অনুষ্ঠানে ওসাকা, কোবে, নারা ও কিয়ুটু থেকে ছাত্রলীগের নেতা-কর্মীসহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিয়ুটোর আমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ জাপানের আহ্ববায়ক শামসুল আলম ভুট্টু, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক আওয়ামী লীগ জাপানের মো. আলাউদ্দিন ও ওসাকার মো. মাসুদ উল হাসান। অনুষ্ঠানটির সঞ্চালক করেন মোহাম্মদ আশরাফুজ্জামান।
আলোচনায় অংশগ্রহণ করেন মাহফুজুল করিম, সালমান মাহমুদ সিদ্দিকী, ওমর ফারুক, অসীম কুমার সাহা, মিঠুন কুমার সাহা, ছাত্রলীগের ওসাকা শাখার সভাপতি ফহকরুল ইসলাম দিদার প্রমুখ।
আলোচনা শেষে আবু সাদাত মো. সায়েমকে আহ্বায়ক ও মো. হারুন অর রশিদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আংশিক (৭ জন) ঘোষণা ও অনুমোদন করেন আওয়ামী লীগ জাপানের আহ্বায়ক শামসুল আলম ভুট্টু। আগামী এক মাসের মধ্যে আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের অন্তর্ভূক্ত করে তার কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ জানান।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন যথাক্রমে মাহফুজুল করিম, ওমর ফারুক, মারুফ হক খান, মিঠুন কুমার সাহা ও সালমান মাহমুদ সিদ্দিকী (রাফসান)।
আহ্বায়ক কমিটি ছাড়াও কানসাই আওয়ামী লীগ জাপানের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন যথাক্রমে মো আমিনুর রহমান, মো. মাসুদ উল হাসান, মোহাম্মদ আশরাফুজ্জামান, অসীম কুমার সাহা ও মো. হারুন ওর রশিদ (ওসাকা)।
বিডি প্রতিদিন/ফারজানা