বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ মে নিউইয়র্কে কোরআনখানিসহ বিশেষ দোয়া মাহফিল এবং তবারক বিতরণের পৃথক দুটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এবং অপর কর্মসূচি ঘোষণা করেছে জ্যাকসন হাইটস এলাকাবাসী। এটি হবে খাবার বাড়ি চত্ত্বরে।
বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের পক্ষে আকতার হোসেন বাদল, এম এ বাতিন, মাওলানা অলিউল্লাহ, মোহাম্মদ আতিকুর রহমান, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, আলহাজ্ব আবু তাহের, হাবিবুর রহমান সেলিম রেজা, ভিপি জসীমউদ্দিন, মাজহারুল ইসলাম জনি এক যুক্ত বিবৃতিতে সন্ধ্যা ৬টার মধ্যে সকলকে ডইভার্সিটি পলাজায় জড়ো হবার আহবান জানিয়েছেন।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে মানববন্ধন করা হবে। এ কর্মসূচি ঘিরে ব্যাপক জনসংযোগ চলছে বলেও নেতৃবৃন্দ জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন