আসছে লেবার ডে উইকেন্ডে (৩০ আগস্ট-১ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে নাসাউ কলসিয়ামের বিলাসবহুল অডিটরিয়ামে অনুষ্ঠেয় ৩৩তম ফোবানা কনভেনশনের এক প্রস্তুতি সভা শনিবার ভোর রাতে (সেহরীর প্রাক্কালে) অনুষ্ঠিত হয়।
সিটির জ্যামাইকায় ফোবানা কনভেনশন কমিটির কনভেনর নার্গিস আহমেদের বাসায় এ সভায় সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথির মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র সফররত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
আরো ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী, ফোবানা হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি আবির আলমগীর, চীফ কো-অর্ডিনেটর জাহির মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন ফাহিম, রেজিস্ট্রশন কমিটির চেয়ারম্যান পলাশ পিপলু, কালচারাল চেয়ারম্যান কান্তা আলমগীর সহ হোস্ট সংগঠন ‘ড্রামা সার্কল’ এর সদস্যবৃন্দ।
এ সময় ফরিদা ইয়াসমিনকে ড্রামা সার্কলের পক্ষ থেকে ফোবানাতে বিশেষ অতিথি হিসেবে আসার জন্যে আমন্ত্রণ জানানো হয়।
আমন্ত্রণের জবাবে ফরিদা ইয়াসমিন বলেন, প্রবাস প্রজন্মে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশে যে কোন কর্মকাণ্ডে আমার সহযোগিতা ও সম্পৃক্ততা সব সময় থাকবে।
যুক্তরাষ্ট্র ও কানাডায় বাংলাদেশি সংগঠনসমূহের সাথে যোগাযোগের সর্বশেষ অবস্থা নিয়েও খোলামেলা আলোচনা করা হয়।
উল্লেখ্য, এবারের ফোবানায় প্রবাস প্রজন্মের অংশগ্রহণে বেশ কটি ইভেন্ট ছাড়াও কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হবে। সেহরী পরিবেশনের মাধ্যমে সভা সমাপ্ত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন