রোমে ঢাকা জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের তরপিনাতারা মসজিদ এ কুবায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব এরফানুল হক, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু। ঢাকা জেলা সমিতির সভাপতি সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক সামির হোসাইন সাদেকের সার্বিক তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ খোকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব জামিল, বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান কামরুল জামান, সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, বৃহত্তর ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ রিপন, মুন্সিগন্জ জেলা সিমিতির সভাপতি হেলাল রায়হান, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জান রতনসহ সকল রাজনৈতিক সামাজিক সংগঠনের সর্বস্তরের প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লিরা।
সংগঠনের প্রধান উপদেষ্টা হাসান ইকবাল, আব্দুর রশীদ, আমিনুর রহমান সালাম, পাভেল রহমান তুহিন, মোনাফ মিয়া, মিজানুর রহমান মিজুসহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সমগ্র মুসলিম উম্মাহর শান্তিতে দোয়া কামনা এবং বিশেষ মোনাজাত করা হয়।এ সময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার