রাত ৩টা অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা ল্যাকেম্বা ছিল প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত। কারো মুখে ছয় বা চার আবার কারো মুখে মাশরাফির কথা আবার লিটন এর হাফ সেঞ্চুরি নিয়ে আলাপ- এর মধ্য দিয়ে চায়ের পেয়ালা শেষ করেছে তারা। বাংলাদেশের খেলা দেখানোর জন্য ল্যাকেম্বার গ্রামীণ রেস্টুরেন্ট ব্যবস্থা করেছে বড় স্ক্রিন এর প্রজেক্ট।
যদিও প্রস্তুতি ম্যাচ তারপরও উত্তেজনার কমতি ছিল না। গ্রামীণ রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী আশরাফ বলেন, বিশ্বকাপ এর খেলা বিশেষ করে বাংলাদেশের খেলা দেখানোর জন্য এই প্রজেক্টর এর ব্যবস্থা করা। প্রবাসে সকলে মিলে আনন্দ করে দেশের ক্রিকেটারদের খেলা দেখবে।
প্রবাসী আরিফুর রহমান বলেন, সকালে কাজে যেতে হবে তার পর বাংলাদেশের খেলা না দেখে ঘুম আসছে না।
ফায়সাল চৌধুরী বলেন, রাত যতই হোক খেলা একসাথে দেখতে পারাটা অনেক কিছু।
গ্রামীণ রেস্টুরেন্ট এর ব্যবস্থাপক নাহিয়ান বলেন, আমরা সেহেরিরও ব্যবস্থা রেখেছি। খেলা দেখার পাশাপাশি সেহেরিও করা যাবে এখানে।
সিডনি আওয়ামী লীগ এর সেক্রেটারি ফয়সাল আজাদ বলেন, একসাথে খেলা দেখায় অনেক বেশি আনন্দ উপভোগ করতে পাচ্ছে। সেহেরির ব্যবস্থা থাকাতে সবার জন্য সুবিধা হয়েছে।
বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরাও মেতে উঠছে বাংলাদেশি পতাকা, জাতীয় দলের জার্সি নিয়ে।
বিডি প্রতিদিন/ফারজানা