প্রতি বছরের ন্যায় এবারও ইতালিতে ফেনী জেলা সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রোমের তরপিনাত্তারাস্থ "তরপিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদে এ ইফতার ও দোয়া অনষ্ঠিত হয়।
সমিতির সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক বেলাল ভুইয়ার সার্বিক তত্ত্বাবধানে ও সংগঠনের বিভিন্নস্তরের কর্মকর্তাদের পরিচালনায় এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ইফতার মাহফিলে ফেনী জেলা সমিতির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও কৃজ্ঞতা জানান সংগঠনের প্রধান উপদেষ্টা আহমেদ নাঈম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা সমিতির সহ সভাপতি শিমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী রাজু, উপদেষ্টা আবু নাসের মুজাহিদ, সদস্য সিরাজ পঞ্চায়েত, প্রচার সম্পাদক খন্দকার লিটন। এ সময় কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, নোয়াখালী জেলা সমিতির সভাপতি নুরুল আবছার, নোয়াখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন ছাড়াও আরিফ, আজাদ, দিদার, দিদার-২,জসিম প্রমুখ। ইফতার পূর্ব দোয়া মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৯/মাহবুব