পবিত্র রমজান উপলক্ষে বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে এক সম্প্রীতির বন্ধন সৃষ্টির লক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাহরাইনে বাংলাদেশ আওয়ামী লীগ।
সোমবার দেশটির রাজধানী মানামা আল ওসরা রেস্টেুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলের সভাপতি আলা উদ্দিন নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদারের পরিচালনা ইফতার পূর্বক এক দোয়া ও আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান (বোর্ড অব ডিরেক্টর)ও আলআহলি ইউনাইটেড ব্যাংকের সিইউ বাংলাদেশি বংশোদ্ভূত সাফকাত আনোয়ার, আরকেপিটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট গ্রুপের এমডি আব্দুল মুইজ চৌধুরী, ইউনিভার্সিটি অব বাহরাইনের অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং) ড. আরিফ, অধ্যাপক ড. শাহ আলম, আরব ওপেন ইউনিভার্সিটি অব বাহরাইনের সহযোগী অধ্যাপক (চেয়ার সায়েন্টিফিক রিসার্চ কাউন্সিল) ড. সোলাইমান মুজাম্মেল,বাহরাইন আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা ও এন আরবির চেয়ারম্যান প্রকৌশলী আবুল কালাম আজাদ,বাহরাইনস্থ বাংলাদেশ সোসাইটির সভাপতি ফুয়াদ তাহের শান্তনু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাবু,বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী সাবের আহম্মেদ, এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা, সাংবাদিক বশির আহম্মেদ বাহরাইন আওয়ামীলীগের বৃহৎ অংশের অন্যতম নেতৃত্ব মোহাম্মদ শাহজালাল, রিয়াজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নুর মিলন, যুবলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মজুমদার, বঙ্গবন্ধু ফাউণ্ডেশনের সভাপতি মোহাম্মদ কয়েস আহম্মেদ, বিশিষ্ট ব্যাবসায়ী নাছির উদ্দিন, পাবনা সোসাইটির সভাপতি হায়াত উল্লাহ মল্লিক, নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া জনকল্যাণ পরিষদের সভাপতি আবুল বাশার, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও রেমিট্যান্স যোদ্ধা সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদের রিপন, আকতার হোসেন কাঁচা মিয়া, হিন্দু মহাজোটের সভাপতি বকুল সূত্রধরসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক অঙ্গ সংগঠনের সকল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে রোজার গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন তালিমুল কোরআন ইসলামী সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বদরুল আলম। অনুষ্ঠান শেষাংশে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৯/মাহবুব