ইতালির রোমে বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ইতালির রাজধানী রোমের ভিত্তোরিও সেন্ট্রাল জামে মসজিদে বৃহত্তর নোয়াখালী সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ইফতার কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান হীরার পরিচালনায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া সিদ্দিক, সাধারণ সম্পাদক মইনুদ্দিন লিটন (হাজারী), সদস্য সচিব আবুল এহসান মিনু উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নোয়াখালী জেলা সমিতি, ফেনী জেলা সমিতি, লক্ষীপুর জেলা সমিতি ও সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত এই ইফতার মাহ্ফিলে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইফতার মাহ্ফিলে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ডিরেক্টর হাজী মোঃ লকিয়ত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ উল্লাহ,আহমেদ নাঈম, আলী আম্বর আশরাফ, বাংলাদেশ সমিতি ইতালির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদ, নুরুল ইসলাম, ইতালিস্থ বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির সভাপতি মোঃ ইব্রাহীম, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমেদ সুমন।
সামাজিক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার ব্যবসায়ী সমিতি ইতালী, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, ফেনী জেলা সমিতি, লক্ষীপুর জেলা সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন