সম্প্রতি আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদ, কুয়েত কর্তৃক গুণীজন সম্মাননার আয়োজন করা হয়। কুয়েতে দীর্ঘদিন থেকে প্রবাসীদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালনে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কয়েকজন প্রবাসীকে এই গুণীজন সম্মাননা দেয় আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদ।
এতে প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, বিশিষ্ট সংগঠক মুক্তিযোদ্ধা মোয়াজ উদ্দিন আহমেদ, চিত্র শিল্পী জহুরুল কাইয়ুম বাহারসহ বেশ কিছু প্রবাসীকে বিভিন্ন বিষয়ে সফলতার জন্য গুণী সম্মাননা দেওয়া হয়।
কুয়েত সিটি টাওয়ার হোটেলে অনুষ্ঠিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম গুণীজন সম্মাননা তুলে দেন। সংগঠনের সভাপতি নাসরিন আক্তার মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ডাক্তার মনিরুজ্জামান, মেজর ঈমাম উদ্দিনসহ উল্যেখযোগ্য কবি, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী এবং কমিউনিটির বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
এ সময় কবি ও সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমীর সম্পাদনায় প্রবাসী কবিদের যৌথ কাব্য গ্রন্থ "স্বপ্নের সাতকাহন" এর মোড়ক উম্মোচন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল