বাংলাদেশ ছাত্রলীগ কানাডা শাখার কার্য নির্বাহী সংসদের সকল পর্যায়ের সম্পাদক মণ্ডলী এবং কার্যকরী সদস্যদের একটি জরুরি সভা ৩০০০ ডেনফোর্থের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ছাত্রলীগ কানাডা শাখার সাধারণ সম্পাদক আবু হুরায়রা আশিক সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল গফ্ফার।
প্রধান বক্তা ছিলেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রাহমান প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার রানা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ কানাডা শাখার সহ-সভাপতি রাজিব চন্দ্র সূত্রধর, সাংগঠনিক সম্পাদক আহসান আহমেদ রাব্বি, ইমরান খান শোভন, দপ্তর সম্পাদক পারভেজ, আজাদ, সহ-সম্পাদক খায়ের আহমেদ, লোকমান আহমেদ, মেহেদি হাসান, আবিদ হুসেইন রাহি, মাহিন কার্য নির্বাহী কমিটির সদস্য রেজাউল হাসান রাহাত, ইমতিয়াজ মাহমুদ শাহি, ফুয়াদ হাসান, কাওসার হুস সাইন, ইয়ামিন খান,সাব্বির সাহারিয়ার খান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন কানাডা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শারিফুল হক, সহ দপ্তর সম্পাদক মাহমুদ দিবসহ অসংখ্য নেতা-কর্মী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন