কানাডায় বসবাসরত রেমিয়ানদের (ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন ছাত্র ) ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মে শনিবার টরন্টোর মাদিনা গ্রিল রেস্তোরায় এ অনুষ্ঠানে ২৬ জন অংশগ্রহণ করেন। রেমিয়ানদের এধরনের মিলনমেলা কানাডায় এটাই প্রথম।
অনুষ্ঠানে প্রয়াত সকল রেমিয়ান এবং প্রয়াত শিক্ষকদের জন্যে দোয়া করা হয়। রেমিয়ানদের ইফতার অনুষ্ঠানে নিজেদেরকে পেয়ে সবাই স্কুল জীবনে ফিরে যায় এবং স্মৃতিকাতর হয়ে পরে।
এছাড়া এদিন কাজি আফতাব আহমেদকে (৭৩ এসএসসি ) আহ্বায়ক এবং কামরুল আলমকে (৯৩ এসএসসি) সদস্য সচিব করে রেমিয়ান পারিবারিক বন্ধন সুসংহত করতে একটি কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার