সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাথায় বিমান টিকেট ও কার্গো ব্যবসায়ীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সারওয়ার আপেল।
বুধবার আল্লারাখা হোটেলে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মাহফিলে উপস্থিত ছিলেন শহীদউল্লাহ ভুইয়া, অধ্যাপক অহিদুল করিম, সাইদুল হক সাইদ, আশরাফুল আলম সুমন, মোহাম্মদ আবুল বশির, সোলাইমান, শওকত ওসমান, আশরাফ আলী শিকদার, জহিরুল হক ভুইয়া, নন্দলাল সরকার, জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, গুটিকয়েক লোকের কারণে বাথার ব্যবসায়ীদের সুনাম ক্ষুন্ন হচ্ছে। প্রবাসে বাংলাদেশিদের সুনাম রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা