স্পেনে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বিএনপি স্পেন শাখার উদ্যোগে মাদ্রিদে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বুধবার স্থানীয় সময় একটি রেস্তোরাঁয় এতে সভাপতিত্ব করেন বিএনপি স্পেন শাখার সভাপতি খোরশেদ আলম মজুমদার।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএইচ সোহেল ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্পেন বিএনপি’র সহ-সভাপতি নূর হোসেন পাটোয়ারি, মোরশেদ আলম তাহের, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সোহেল আহমদ সামসু, নাজমুল ইসলাম নাজু, যুবদল স্পেন শাখার সভাপতি রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, উপদেষ্টা আব্দুল মুত্তাকিন মুজাক্কির, স্পেন বিএনপি’র যুগ্ম সম্পাদক ইউনূছ আলী, হুমায়ূন কবির রিগ্যান, সাঈদ মিয়া, প্রথম সাংগঠনিক সম্পাদক রানা আবেদিন, সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম পলাশ, ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, স্পেন বিএনপি’র প্রচার সম্পাদক জাকির হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবেল সামাদ, স্পেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকবর শেট, শামীম আহমেদ, জাহাঙ্গীর আলম সেলিম, মো. সাহাব উদ্দিন, কামরুল হাসান, পারভেজ, রফিক মিয়া, শামিম আহমেদ, কমল হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক