বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম মৃত্যুবার্ষিকী, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি মালয়েশিয়া শাখা।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় রাজধানী কুয়ালালামপুর এর একটি রেস্টুরেন্টে মালয়েশিয়া বিএনপি সভাপতি (প্রস্তাবিত) মো: শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: কাজী সালাউদ্দিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি মে: মোতালেব জন, সহ-সাধারণ সম্পাদক মো: মিন্টু সরকার কামাল উদ্দিন রানা, জোসেবুল আলম বিপ্লব, তামিংজায়া শাখা বিএনপি সভাপতি মো: আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু ছালেহ মোহাম্মদ মারুফ, প্রচার সম্পাদক মনির খান, সুবাংজায়া বিএনপি সভাপতি ইমন হাসান, বিএনপি নেতা মো: রিয়াজ, জয়নাল আবেদীন, আবদুস সাত্তার, হাবিবুর রহমান হাবিব, আইয়ুব আলী, মো: রফিক, মো: শওকতসহ বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতা কর্মী ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ