ইতালির রোমে প্রতি বছরের ন্যায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইতালিস্থ টাঙ্গাইল জেলা সমিতি। বুধবার ইতালির রাজধানী রোমের কঙ্কা ডি অরো-তে টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক।
ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি মুজিবর রহমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান জুয়েলের পরিচালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ইস্রাফীল বারী, সাংগঠনিক সম্পাদক শরীফ প্রমূখ।
সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত এই ইফতার মাহ্ফিলে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমিতির প্রধান উপদেষ্টা শামসুল আলম ইব্রাহীম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সেন্তশেল্লে ঐক্য পরিষদের সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক মুজিবর রহমান শিকদার, রোমা নর্দ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান রানাসহ আরও অনেকে। এ সময় দোয়া মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ