ইতালির রোমে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ইতালি শাখা।
রোমের প্রেনেসতিনা মক্কি মসজিদে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জাতীয়তাবাদের আদর্শের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক।
সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় উপস্থিত ইতালি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম, সহ-সভাপতি হাসানুজ্জামান কামরুল, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ইতালি বিএনপির সহ-সভাপতি মইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ, কাদের ব্যাপারী, গাজী সালাউদ্দিন সুইট, ফিরোজ খান, আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক হুমায়ুন খান, কোষাধ্যক্ষ জিয়াবুল হক, সমবায় বিষয়ক সম্পাদক আবুল কাশেম পাটোয়ারী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিরাজ পঞ্চায়েত, মহিলা সম্পাদিকা ফাতেমা কবিরসহ ইতালি বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ।
ইফতার মাহ্ফিলে আরও উপস্থিত ছিলেন রোম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, সহ-সভাপতি জহির রায়হান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল সরকার, সহ-সাংগঠনিক মামুন ব্যাপারী, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইতালি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রেনেস্তিনা বিএনপি, তুসকোলানা বিএনপি, রোমা ওয়েস্ট বিএনপি, রোমা সুদ বিএনপির নেতা ও কর্মীরা।
ইফতার মাহ্ফিলে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে তার রূহের মাগফেরাত কামনা করা হয়। নেতৃবৃন্দ ঈদের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
ইফতার মাহ্ফিলে সবাই রমজানের পবিত্রতা রক্ষা করার এবং মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করেন।
বিডি প্রতিদিন/কালাম