ইতালিস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ইব্রাহীম খলিল ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃধার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে রোমের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজধানী রোমের বাংলাদেশি অধ্যুষিত তরপিনাত্তারাস্থ তরপিনাত্তারা মুসলিম সেন্টার (টি এম সি) জামে মসজিদে এ অনুষ্ঠানে ইতালীস্থ বৃহত্তর কুমিল্লার সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম, মাদারিপুর সমিতির সভাপতি ওয়াদুদ মিয়া জনি প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম