নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এবং জ্যামাইকায় ঈদুল ফিতরের আগের দিন রাতে মেহেদি উৎসব হবে। উৎসবে অংশগ্রহণকারিদের মধ্যে সবচেয়ে সুন্দর ডিজাইনের জন্যে মোট ১০ জনকে পুরস্কৃত করা হবে। এ পুরস্কার দেবে অনলাইন শপিং সেন্টার ‘ড্রিম লাইটার শপ ডটকম’।
গত কয়েক বছর ধরেই এ দুটি স্থানসহ ব্রঙ্কসের পার্কচেস্টার এবং ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় শতশত তরুণী স্বতঃস্ফূর্তভাবে টেবিল-চেয়ার-টোল নিয়ে স্ট্রিটে বসে যান। অঘোষিতভাবে রাস্তা দখলে নিয়ে ধর্মীয় উৎসবের অন্যতম একটি পর্ব বাণিজ্যিকভাবে পরিচালিত হলেও সিটি প্রশাসন কাউকে বাধা দেয়নি। কারণ, বছরে দুটি ঈদের আগের রাতে বাঙালি সংস্কৃতির আমেজে মেহেদি উৎসবকে ভিন্ন জাতি-গোষ্ঠির লোকজনও উপভোগ করেন।
এদিকে, এই উৎসাহউদ্দীপনাকে অনুপ্রাণিত করার অভিপ্রায়ে পুরস্কার ঘোষণাকারি ড্রিম লাইটার শপ ডটকমের সিইও ডি এম সবুজ জানান, বাঙালিদের প্রাণের উৎসবে যারা কষ্ট করছেন, তাদেরকে পুরষ্কৃত করতে পারলে আমরাও ধন্য হবো। আর এভাবেই প্রবাস প্রজন্ম হৃদয়ে লালন করবে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। পুরস্কারের মধ্যে রয়েছে ৫৬ ইঞ্চি স্মার্ট টিভি, ল্যাপটপ, ডায়মন্ডের নেকলেস, ফ্রিজ, সানগ্লাস, জুতাসহ পোশাক, মোবাইল ফোন, চামড়ার হ্যান্ডব্যাগ, স্মার্ট ওয়াচ ইত্যাদি।
বিডি প্রতিদিন/ফারজানা