স্পেনের মাদ্রিদে বসবাসরত নারায়ণগঞ্জ জেলার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন’ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় ‘বায়তুল মুকাররম জামে মসজিদ’ এ আয়োজিত এ ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বায়তুল মুকাররম জামে মসজিদ পরিচালনা কমিটি সভাপতি খোরশেদ আলম মজুমদার। বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতও তিনি পরিচালনা করেন।
ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের এমএইচ সোহেল ভূইয়া, হোসাইন মুকুল, রিয়াজ উদ্দিন আসলাম, আজহার খান ও গোলজার সরওয়ার টিটু।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ সভাপতি আলামীন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, আবুল খায়ের, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ সভাপতি মোরশেদ আলম তাহের, ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ, রাজনীতিবিদ আয়ুব আলী সোহাগ, সোহেল আহমদ সমছু, রিজভী আলম, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিল্টন ভূইয়া কচি, ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি হেমায়েত খান, মাওলান আসাদুজ্জামান রাজ্জাক, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মোমিনুল ইসলাম স্বাধীন, বরিশাল জেলা সমিতির সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মাসনুন জুয়েল, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক রানা জয়নুল আবেদীন।
নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আরিফ রহমান, সুমন, হুমায়ূন, নাদির হোসেন, মো. সাজিদ মওলা, কামরুজ্জামান মাসুম, তরিক হোসাইন, ম‚সা মিয়া, মো. আফজাল হোসাইন, জাকির হোসেন, মো. জাহাঙ্গীর, আরিফ রহমান, শাওন ভ‚ঁইয়া, খসরু হাসান, জাহাঙ্গীর ফকির, তাহের আলম, মো. রুবেল, লুৎফুর রহমান, মো. শীতল, কোয়েল, শিপলু প্রমূখ।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলার প্রবীন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক মামুন, গোলাম মাওলা, আব্বাস আলী খান, আবুল হোসেন, সানাউল্লাহ সানু, সোহেল খান, আকবর শেঠ, মো. আনিস, হারুন অর রশিদ, আবুল হোসেন, আব্দুস সামাদ প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল