বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক সিটির ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ দোয়া-মাহফিল এবং খাবার বিতরণ করেছে।
৩০ মে বৃহস্পতিবার অপরাহ্নে খাবার বাড়ির সামনে এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন অধ্যাপক দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, মিল্টন ভূইয়া, বাকির আজাদ, পারভেজ সাজ্জাদ, জসীমউদ্দিন, জাকির এইচ চৌধুরী প্রমুখ।
হোস্ট সংগঠনের পক্ষে এ সময় প্রদত্ত বক্তব্যে শাকিল মিয়া বলেন, ‘এমন একটি মহৎ কাজে শরিক হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি।’
এ সময় সেখানে আরো ছিলেন মো. নমী, আবুল কাশেম প্রমুখ।
উল্লেখ্য, এর আগে শুধু ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে এই সংগঠন। গত বছর থেকে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন শুরু করেছে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন