পবিত্র রমজান উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বাহরাইনে বঙ্গবন্ধু ফাউণ্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দেশটির রাজধানী মানামার একটি অভিজাত হোটেলে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ কয়েস আহম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর (শ্রম সচিব)শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
পরিবর্তন(দ্যা চেঞ্জ) এর চেয়ারম্যান মিসবাহ আহম্মদের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহম্মেদ।
এতে বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও এন আর বির চেয়ারম্যান প্রকৌশলী আবুল কালাম আজাদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি ফুয়াদ তাহের শান্তনু, আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন নুর, শাহজালাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, রিয়াজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নুর মিলন, যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মজুমদার।
বঙ্গবন্ধু ফাউণ্ডেশনের সহ-সভাপতি মানিক হোসেনের তত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক বশির আহম্মেদ, বঙ্গবন্ধু ফাউণ্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের রিপন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল, পরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দড়ি, বিশিষ্ট ব্যাবসায়ী তাজ উদ্দিন, আব্দুল করিম, শাহ আলম সহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন