রোমে বরিশাল বিভাগ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিল বরিশাল বিভাগ যুব সমিতি, বরিশাল জেলা সমিতি ও পিরোজপুর জেলা সমিতি।
রোমের প্রেনেস্তিনা মক্কী মসজিদে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
এ সময় রোমের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বরিশাল বিভাগের সিনিয়র নেতৃবৃন্দ। এ ছাড়াও মুসল্লিদের জন্য সেহরির ও ব্যবস্থা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন