জুমআর নামাজের পোশাক পরে মসজিদে না গিয়ে আত্মহত্যা করেছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি লুৎফর রহমান ওরফে মানিক ঢালি (৪৩)। ৩১ মে শুক্রবার দুপুরে গাড়ি গ্যারেজে গিয়ে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। তার বাড়ি শরিয়তপুর জেলার নড়াইলে। মানিকের মৃত্যুতে এমন ঘটনায় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি তার এমন মৃত্যু নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে।
জ্যামাইকায় ১৬১-০৭ ৮৫ এভিনিউতে অবস্থিত নিজের কেনা বাড়িতে থাকতেন মানিক। সঙ্গে ছিলেন ১৫ বছর বয়সী কন্যা, ১৪ বছর বয়সী পুত্র এবং আড়াই বছর বয়সী কন্যা এবং স্ত্রী। এর আগে জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্ট এলাকায় থাকতেন তারা। পেশায় ছিলেন ট্যাক্সি চালক।
প্রতিবেশী মাজেদা এ উদ্দিন বলেন, মানিক রোজা ছিলেন। স্বপ্নের বাড়িটি ক্রয়ের সময় নেয়া ঋণের মাসিক সাড়ে ৪ হাজার ডলারের কিস্তি পরিশোধ নিয়ে কিছুটা চাপে ছিলেন। তবে সে কারণেই শিশু সন্তানদের রেখে আত্মহত্যা করবেন-এটি মেনে নেয়া যায় না।
মাজেদার স্বামী মার্কিন লেবার ইউনিয়নের লিডার মাফ মিসবাহউদ্দিন বলেন, মানিক পুত্রকে সাথে নিয়ে জুমআর নামাজে যাবার প্রস্তুতি নিয়েও কেন যাননি?... কমিউনিটি এখন অনেক বড় হয়েছে। তাই নানাধরনের সমস্যাও বাড়ছে। এ অবস্থায় কমিউনিটিভিত্তিক পরামর্শ কেন্দ্র খোলা দরকার। কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেট জটিল পরিস্থিতির অবসান ঘটানো সম্ভব।
এদিকে, ১ জুন শনিবার অপরাহ্নে মানিক ঢালির জানাযা হয়েছে জ্যাকসন হাইটস সংলগ্ন একটি মসজিদে। এরপরই আমিরাত এয়ার লাইন্সে মানিকের কফিন ঢাকায় রওয়ানা দেয়।
মানিকের ভাই জানান যে, শরিয়তপুর জেলার নড়িয়ায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা