প্রবাসীদের কল্যাণে একযোগে কাজের সংকল্প ব্যক্ত করলো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘নয়ন-আলী প্যানেল’র প্রার্থী ও সমর্থকরা। ১ জুন জ্যামাইকায় একটি পার্টি হলে এই প্যানেলের ইফতার-মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতি প্রার্থী কাজী নয়ন বলেন, সকলেই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কেউই ঠেকিয়ে রাখতে পারবে না। এমনকি মূলধারার সমস্ত অধিকার আদায়ের পথও সহজ হবে। সামনের বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে সকল বাংলাদেশিকে অভিবাসীদের পরীক্ষিত বন্ধুদের বিজয় করতে একযোগে কাজের উদাত্ত আহবান জানান তিনি।
সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলীর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবু নাসের, উপদেষ্টা আলী ইমাম এবং কাজী আজহারুল হক মিলন, গত নির্বাচনে নিউইয়র্ক সিটি কাউন্সিলের মেম্বার প্রার্থী তৈয়বুর রহমান হারুন প্রমুখ। সকলেই কমিউনিটির কল্যাণের স্বার্থে ‘নয়ন-আলী প্যানেল’কে জয়যুক্ত করার আহবান জানান।
ইফতার মাহফিলে প্যানেলের প্রার্থীগণের মধ্যে আরো ছিলেন আব্দুর রহিম হাওলাদার, ডিউক খান, হাসান জিলানী, মনিকা চক্রবর্তী, আহসান হাবিব প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা