২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ৩৫তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ১ জুন ভার্জিনিয়ার অ্যাশবার্ন শহরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অংশ নেন জি আই রাসেল, দস্তগীর জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান, রেজা মুগনী, তোফাজ্জাল হোসেন তপন, দেওয়ান আরশাদ আলী বিজয়, মুনির হুসাইন, কামরুল ইসলাম কামাল, শিব্বীর আহমেদ, হানিফ মোহাম্মদ, আনোয়ার হোসাইন, আকতার হোসাইন, বুলবুল ইসলাম, ফারহানা আকতার, রওশন আরা বেগম, মোশারফ চৌধুরী, আলেয়া হোসাইন, জেবা বাণু, সায়মা হোসাইন প্রমুখ।
মতবিনিময় সভায় আগামী ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৩, ৪ ও ৫ তারিখে ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফোবানার এই আয়োজনকে সামনে রেখে আগামী ২৭ জুন আবারো ফোবানা সম্মেলন আয়োজন নিয়ে মতবিনিময় সভা আহ্বান করা হয়।
৩৫তম ফোবানা সম্মেলনের বাজেট পাঁচশত থেকে সাড়ে সাতশত হাজার ডলারের বাজেট মাথায় নিয়ে কাজে নেমেছেন বলে জানান আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি জি আই রাসেল।
বিডি প্রতিদিন/ফারজানা