ইতালির রোমে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির নিজস্ব কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্বক উপস্থিত রোজাদার মুসল্লিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন বাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক সুজন হওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মিয়া এমডি তারা, সাবেক সভাপতি, মইনুল হোসেন ময়না, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মিয়া, সহ-সভপতি জাহাঙ্গীর আলম সাহেদ, শাহজাহান পাটোয়ারী, শফিকুল ইসলাম বাশার, উপদেষ্টা হাফিজুর রহমান, ছিদ্দিক মিয়া, আলমগীর কবির, আমিনুর রহমান খোকন, জামাল মাঝি, দেলোয়ার হোসাইন, মোনাফ মিয়াসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তব্যে নেতৃবৃন্দ সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেন।
মাহফিলে রমজানের পবিত্রতা রক্ষা করে মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। ঈদের পরে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সমিতির নেতৃবৃন্দ জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার