প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপি মালয়েশিয়া তামিংজায়া শাখা।
রবিবার সন্ধ্যা ৬টায় সেলাংগর প্রদেশের তামান তামিংজায়ার একটি রেস্টুরেন্ট এ দোয়া ও ইফতার মাহফিল করা হয়। তামিংজায়া বিএনপি সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ছালেহ মোহাম্মদ মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মালয়েশিয়া শাখা সভাপতি (প্রস্তাবিত) মো. শহীদ উল্যাহ শহীদ।
হাফেজ নুরুল আমিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. অলি উল্যাহ, তামিংজায়া বিএনপি উপদেষ্টা মো. আনিছ, সহ-সভাপতি মো. শাহজাহান ও মো. আনোয়ার মিয়া।
দোয়া মাহফিলে অতিথিবৃন্দের পাশাপাশি এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. মাইনুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. বায়েজিদ হাসান, প্রচার সম্পাদক মনির খাঁন প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে তামিংজায়া বিএনপি উপদেষ্টা মো. বাবুল, সহ-সভাপতি মো. মিরাজ, মো. বাসেদ, মো. আবদুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক সোহেল দেওয়ান, সহ-প্রচার সম্পাদক পিন্টু বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক মো. জলিল, সহ-দপ্তর সম্পাদক মো. হাসান, সদস্য নুরু, ফরহাদ, ইসহাক, বাচ্ছু, সাইফুল ইসলামসহ প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন ।
ইফাতারের আগ মুহূর্তে দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. অলি উল্যাহ।
বিডি প্রতিদিন/ফারজানা