বিশুদ্ধ উচ্চারণ এবং মৌলিকত্ব বজায় রেখে রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ আর রজনীকান্তের গানের আসর নিউইয়র্কে বসছে আগামী ৯ জুন (রবিবার)। গানে গানে রজনী পাড়ি দেয়ার অভিপ্রায়ে এস্টোরিয়ায় পিএস ১১২ এর মিলনায়তনে শুদ্ধ এই সঙ্গীতে অংশ নেবেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় শিল্পী অলক রায় চৌধুরী এবং পার্থ বন্দোপাধ্যায়। প্রবেশ মূল্য লাগবে না এ অনুষ্ঠানে।
আয়োজকরা জানান, সঙ্গীত পিপাসুদের জন্যে এ এক অনন্য অবলম্বনে পরিণত হবে। বিশেষ করে যারা হারানো দিনের জনপ্রিয় গানগুলোকে শুদ্ধ উচ্চারণে শুনতে আগ্রহী-তাদের জন্যে এটি বড় একটি সুযোগ।
উল্লেখ্য যে, একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের পাশে থাকা কলকাতার পার্থ বন্দোপাধ্যায় বহুবছর যাবত নিউইয়র্কে অবস্থান করছেন এবং অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদা নিয়ে মাঠে রয়েছেন। পাশাপাশি সঙ্গীত চর্চাও করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম