বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেছে ধানসিঁড়ি বিএনপি কাতার কেন্দ্রীয় কমিটি।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু ছায়েদ।
মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক শহিদুল হক, সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, অনুষ্ঠানে আহ্বায়ক অধ্যাপক আমিনুল হক, সিরাজুল ইসলাম মোল্লা, মকবুল হোসেন, লোকমান আহমেদ, আবুল হাসান।
আরও উপস্থিত ছিলেন শাহজাহান সাজু, ইঞ্জিনিয়ার আলিম উদ্দিন, আবু তাহের মিয়াজী, ইসমাইল মনসুর, কামাল মেম্বার, জাহাঙ্গীর আলম, গোলাম সারওয়ার মিশু, মোকাররম আলী চৌধুরী, বাবুল গাজীসহ অনেকেই।
এ সময় বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পরে বেগম জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/কালাম