২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় হামলা স্মরণে ব্রাসেলসে আলোচনা সভা করেছে বেলজিয়াম আওয়ামী লীগ।
সংগঠনের সভাপতি শহিদুল হক শহিদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন। সভায় ২১ আগস্ট স্মরণে প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন সভাপতি শহীদুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি বিধান দেব, সহসভাপতি জামাল হোসেন মনির, যুগ্ম সম্পাদক সাঈদুর রহমান খান, মহিলা সম্পাদিকা রাবেয়া জামান, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, গণসংযোগ বিষয়ক সম্পাদক ইস্রাফিল হক, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ প্রমুখ। সভা শেষে উক্ত হামলায় নিহত সকলের আত্নার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা