প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জাতিসংঘ সফরের সময় অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সদস্যরা। ২২ সেপ্টেম্বর জেএফকে এয়ারপোর্টে অবতরণের সময় শেখ হাসিনাকে বিপুলভাবে অভ্যর্থনা জ্ঞাপনের পর জাতিসংঘে ভাষণের সময় বাইরে শান্তি সমাবেশ, প্রবাসীদের প্রদত্ত নাগরিক সংবর্ধনা সমাবেশকে সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করার লক্ষে ১ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের তিতাস পাটি হলে এক সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী পরিবারের ব্যানারে এই সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারেও আলোচনা হয়েছে। সে লক্ষে ৮ সেপ্টেম্বর আরেকটি কর্মী সমাবেশ হবে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে। সেখানে পরীক্ষিত সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে শেখ হাসিনার যোগদানকালেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের পুরনো দাবিটি বাস্তবায়িত করতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা হবে।
এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বাণিজ্য সম্পাদক মিসবাহ আহমেদ এবং পরিচালনা করেন যৌথভাবে শিল্প সম্পাদক ফরিদ আলম ও শেখ হাসিনা মঞ্চের সেক্রেটারি কায়কোবাদ খান।
সভায় অংশ নেন ড: প্রদিপ রঞ্জন কর, মিজানুর রহমান চৌধুরী, হাকিকুল ইসলাম খোকন, তোফায়েল চৌধুরী, আ: রহিম বাদশা, অ্যাডভোকেট শাহ মো: বখতিয়ার , শরীফ কামরুল আলম হিরা, ইলিয়ার রহমান, আসাফ মাসুক, কায়কোবাদ খান, শাহনাজ মমতাজ, শেখ জামাল হোসাইন, রুমানা আখতার, মো. আলমগীর, ইনজিনিয়ার মিজানুল হাসান, সাখাওয়াত হোসেন চনচল চেীধুরী, মনজুর চৌধুরী, সেবুল মিয়া, জামাল হোসেন, আতাউর রহমান, দেলওয়ার হোসেন, সাদেক বদরুজ্জামান পান্না, নাদের মাষ্টার, জামাল হোসেন, মো. মিজান, মিজানুল হাসান, নাফিকুর রহমান, রহিমুল হুদা, শারমিন তালুকদার, সুব্রত দাস, মো. মাইনউদ্দিন, হুমায়ুন কবির, মো. মুহিত, বি এম জাকির হোসেন হিরু, মাহমুদুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বিস্তারিত আলোচনা-পর্যালোচনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প সম্পাদক ফরিদ আলম জানান, শেখ হাসিনার জাতিসংঘ সফরকে সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করতে আমরা প্রস্তুতি নিচ্ছি।
বিডি প্রতিদিন/ফারজানা