কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সাত্তার ও সভাপতি মণ্ডলীর সদস্য প্রকৌশলী সালাউদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ।
রবিবার দোহার সালিমার প্যালেস হোটেলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মাহবুবুর রহমান প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা আখ্যা দিয়ে বলেন, আপনারা একেক জন নিজ নিজ অবস্থান থেকে একজন এম্বাসেডরের ভূমিকা পালন করতে পারেন। প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে। তাই প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখার জন্য সবার আগে আপনাদের এগিয়ে আসতে হবে।
কাতারের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কিছু সংখ্যক প্রবাসীর কারণে যাতে গোটা বাংলাদেশের সুনাম নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
অপরাধ দমনে রাষ্ট্রদূত জিরো টলারেন্স আখ্যা দিয়ে তিনি বলেন, যেখানে অপরাধ সংঘটিত হবে এবং সুনির্দিষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন, সেক্ষেত্রে আপনাদের নাম গোপন রাখা হবে। ইতোমধ্যে আমরা অনেক অপরাধীকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি।
২০২২ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়ামসহ ব্যাপক অবকাঠামো নির্মাণ করছে কাতার সরকার। তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন সচেতনামূলক কর্মসূচি পালন করলে বাংলাদেশিদের মাঝে অপরাধ প্রবণতা কমে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
শাহজাহান সাজুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা বোরহান উদ্দিন শরীফ, অনুষ্ঠানে আহ্বায়ক নজরুল ইসলাম, প্রকৌশলী আলীম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, এস, এম ফরিদুল হক, শফিকুল কাদের, শফিকুল ইসলাম তালুকদার বাবু, কফিল উদ্দিনসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
বিদায় সংবর্ধনার আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের পক্ষ থেকে গণসচেতনতামূলক বক্তব্য রাখেন ওই বিভাগের দুই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/কালাম