বাণিজ্য প্রদর্শনী ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সফর উপলক্ষে মতবিনিময় সভা গত রবিবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯ টায় বাহরাইনের মানামার একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
পরিবর্তন বাংলাদেশ- এর চেয়ারম্যান মিসবাহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান (বোর্ড অব ডিরেক্টর) সাফকাত আনোয়ার, বাংলা ভিশন বাহরাইন প্রতিনিধি আব্দুল কাদির মজুমদারের পরিচালনায় এতে মূল বিষয় উপস্থাপন করেন আয়োজক প্রতিষ্ঠান বাংলা ইভেন্টের প্রতিনিধি একরাম উজ্জামান, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহরাইনে বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ সোসাইটির সভাপতি ফুয়াদ তাহের শান্তনু, আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন নুর, শাহজালাল, মঞ্জুর আহম্মদ, যুবলীগের সভাপতি মজিবুর রহমান, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক আবুল হাশেম, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কায়েস আহম্মেদ, নোয়াখালী বিভাগীয় পরিষদের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাবু, সিলেট বিভাগীয় পরিষদের উপদেষ্টা মানিক মিয়া, প্রচার সম্পাদক সুমন, জালালাবাদ কমিউনিটির সভাপতি আকতার হোসেন কাঁচা মিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন, বাংলা টিভির বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম, মতিউর রহমান চুন্নু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন রাসেল আহম্মেদ, বদিউজ্জামান (জামাল) আব্দুল মালেক, গায়ক সুজন, রায়হান প্রমুখ।
বাহরাইনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটাতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩ দিনব্যাপী স্থানীয় মানামা ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হবে বাংলাদেশি পণ্যের বাণিজ্য প্রদর্শনী। এতে অংশগ্রহণ করবেন বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা। এটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বাহরাইনে বাংলাদেশি পণ্য এবং বাংলাদেশ বাহরাইন ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে এবং বিশেষ করে মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাহরাইন বাংলাদেশ কূটনীতিক সম্পর্ক এবং শ্রমবাজারের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
তারা বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়েছেন।
জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু করে এক নৈশভোজের মাধ্যমে শেষ করা হয়।
বিডি প্রতিদিন/কালাম